22 MARCH 2025
BY- Aajtak Bangla
আজকাল কর্মব্যস্ততার যুগে চুলের যত্ন নেওয়ার সময় পান না অনেকেই। ফলে চুল পড়া থেকে রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া, কমবয়সেই চুলের নানা সমস্যা দেখা যায়।
তাই রোজকার জীবনে চুলের নূন্যতম যত্ন নেওয়া জরুরি।
কিন্তু তা সত্ত্বেও চুল পড়া কিছুতেই কমে না। অথচ আপনাদের মা-দিদাদের চুল কতই না সুন্দর।
চুল ভাল রাখার ক্ষেত্রে মা-দিদাদের পুরনো টোটকা আজও কার্যকর। যদি ঠিক মতো তা মানা হয় তাহলে চুলের সমস্যা দূর হবে।
বহুকাল ধরেই চুল বেঁধে শোওয়ার এ রীতি চলে আসছে। আমাদের বাড়ির বড়রা রাতে শোওয়ার আগে চুল বেঁধেই শুতে যেতেন।
বিশেষজ্ঞদের কথায়, চুল বেঁধে শুতে যাওয়া ভালো। কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতিই বেশি।
বিশেষজ্ঞদের মতো, চুল লম্বা হলে হালকা ঢিলেঢালা বিনুনি করে ঘুমানোই ভাল। এর ফলে চুলে জট কম লাগে। চুল ভেঙে যাওয়া আটকায়।
বে বিনুনি যেন খুব টাইট না হয়। তাহলে চুলের গোড়ার উপর চাপ পড়তে পারে।
ছোট চুলের ক্ষেত্রে উঁচু করে হালকা খোঁপা করে শুতে যেতে পারেন।