BY: Aajtak Bangla 

পোষ্য নিয়ে ট্রেনে ভ্রমণ? জানুন রেলের নতুন নিয়ম

21 MARCH, 2023

পোষ্য নিয়ে ট্রেনে ভ্রমণের নিয়ম

ভারতীয় রেলের নয়া নিয়মে আপনি নন-প্রিমিয়াম ও প্রিমিয়াম উভয় ট্রেনেই পোষ্যকে নিয়ে ভ্রমণ করতে পারবেন। শুধু সেই ট্রেনে যেন এসি ফার্স্ট ক্লাস কোচ থাকে, সেটা দেখে নেবেন।

এসি ফার্স্ট ক্লাসের টিকিট

আপনাকে পোষ্যের জন্য এসি ফার্স্ট ক্লাস কোচের টিকিট বুক করতে হবে। এসি ফার্স্ট ক্লাসে আপনি কেবিন বুক করতে পারেন।

দুই সিটের কুপও বুক করতে পারেন

আপনি যদি সারমেয়ের সঙ্গে হাওড়া থেকে রাজধানীতে চড়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেন, সে ক্ষেত্রে আপনাকে একটা কুপ কিংবা পুরো কেবিন বুক করতে হবে।

পোষ্যের জন্যেও টিকিট কাটুন

আপনি আপনার পোষ্যের সঙ্গে একা বেড়াতে চাইলে, দুটো টিকিট বুক করতে হবে।

পোষ্যের ফিট সার্টিফিকেট

পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট এবং চিকিৎসকের থেকে ফিটনেস সার্টিফিকেট নিন।

পোষ্যের সার্টিফিকেট সঙ্গে রাখুন

চিকিৎসকের সার্টিফিকেট লাগবে। তাতে পোষ্যের রং, লিঙ্গ, তার প্রজাতির উল্লেখ থাকতে হবে। বুকিংয়ের জন্য ওই সার্টিফিকেট বাধ্যতামূলক।

সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে

পোষ্যের সার্টিফিকেট আপনাকে সঙ্গে রাখতে হবে। এই কাজটা আপনাকে ট্রেন ওঠার দু’দিন আগে করতে হবে।

পোষ্যের ওজন অনুযায়ী ভাড়া

আপনার পোষ্যের ওজন করা হবে এবং প্রতি কিলোগ্রাম অনুযায়ী ৩০ টাকা মূল্য ধার্য করা হবে।

পোষ্যকে নিয়ে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে পোষ্যের টিকাকরণ সার্টিফিকেট আপনাকে বহন করতে হবে। বেড়াতে যাওয়ার আগে পোষ্যের চেকআপ করান এবং চিকিৎসকের থেকে ফিটনেস সার্টিফিকেট নিন।