1st November, 2024

BY- Aajtak Bangla

মোবাইল ফোন ফুল চার্জ হবে দ্রুত, কাজে লাগান টেকগুরুর ৫ টিপস

অফিসে যাওয়ার আগের রাতে আমরা মোবাইল ফোন চার্জ দিই, যাতে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়।

কিন্তু অনেক সময়ই দেখা যায় যে ফোন চার্জ দিতে ভুলে গিয়েছি এবং হাতে একদমই সময় নেই ফোন ফুল চার্জ করার।

এক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন যাতে কম সময়েই ফুল চার্জ হয় ফোনে।

দ্রুত চার্জ করতে হলে চার্জ দেওয়ার পর ফোনটা আর ঘাঁটাঘাঁটি করবেন না। এতে কিন্তু সামান্য চার্জ হতেও অনেক সময় লেগে যাবে।

মোবাইলে চলতে থাকা অ্যাপগুলির জন্যও অনেক সময়ে খুব ধীরে চার্জ হয়। চার্জ দিতে যাওয়ার আগে দেখে নিন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনও অ্যাপ চলছে কি না। সে রকম হলে সেগুলি বন্ধ করে দিন।

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

তাই চার্জ কম থাকলে, চার্জে দিতে যাওয়ার আগে ফোনের পর্দার ব্রাইটনেস একদম কমিয়ে দিন।

উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।

চার্জ দেওয়ার সময়ে যদি মোবাইলে ইন্টারনেট চালু থাকে, তা হলে কিন্তু খুব ধীর গতিতে চার্জ হয়। তাই ইন্টারনেট বন্ধ রাখুন।

যদি খুব প্রয়োজন না থাকে তা হলে মোবাইল ফোন ফ্লাইট মোডে রাখতে পারেন, এতে বেশ তাড়াতাড়িই চার্জ হয়ে যাবে।