9 August,, 2024

BY- Aajtak Bangla

জাল ওষুধ চিনবেন কীভাবে? এই ৫ ট্রিকসে বুঝুন আসল-নকল

নকল ও ভেজাল খাবারের মতো জাল ওষুধও তৈরি হচ্ছে। 

জাল ওষুধে থাকে ক্ষতিকারক উপাদান। কীভাবে চিনবেন নকল ওষুধ?

প্যাকেজিং পরীক্ষা-প্যাকেটে লেখা তথ্য সাবধানে পড়ুন। কোনও বানান বা লেখায় ভুল থাকলে বুঝবেন এটা জাল।

প্যাকেট সিল করা আছে কিনা সেটাও দেখে নিন। দেখুন সরকার অনুমোদিত স্ট্যাম্প আছে নাকি।  

ওষুধের ট্যাবলেট বা ক্যাপসুলের রং, আকৃতি এবং টেক্সচার দেখুন। ভাঙা, রঙের হেরফের বা দাগ থাকলে বুঝবেন নকল।

বারকোড- ওষুধের প্যাকেটে দেওয়া বারকোড স্ক্যান করে সত্যতা যাচাই করুন।

ওষুধের দাম- বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ওষুধ পাওয়া গেলে নকল হতে পারে।

ওষুধের মেয়াদ- প্যাকেটে লেখা মেয়াদ চেক করুন। তারিখ ঠিক আছে কিনা।

কীভাবে নকল ওষুধ থেকে বাঁচবেন? নামি মেডিকেল স্টোর থেকে ওষুধ কিনুন।

ওষুধ সবসময় ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন। ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।