02 August, 2024

BY- Aajtak Bangla

গ্যাস সিলিন্ডারেও থাকে Expiry Date, দুর্ঘটনা এড়াতে অবশ্যই জেনে রাখুন

গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনার কথা প্রায়ই শুনেছেন। এ ধরনের দুর্ঘটনায় অনেক সময় তাঁদের দোষ থাকলেও প্রায়ই পেট্রোলিয়াম কোম্পানির পাঠানো মেয়াদউত্তীর্ণ গ্যাস সিলিন্ডার সরবরাহের কারণেও দুর্ঘটনা ঘটে।

প্রতিটি সিলিন্ডারের গায়ে মেয়াদ শেষ হওয়ার তারিখ লেখা থাকে। এটি দেখে নিলেই নিশ্চিন্তে থাকতে পারবেন।

বাড়িতে সিলিন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখটি পরীক্ষা করুন।

গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ জানা খুবই সহজ। প্রতিটি গ্যাস সিলিন্ডারে যেখানে রেগুলেটর লাগানো আছে সেখানে কিছু বড় সংখ্যা লেখা থাকে।

এই নম্বরগুলি শুধুমাত্র গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ সম্পর্কে তথ্য দেয়।

গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ জানা বেশ সহজ। প্রতিটি গ্যাস সিলিন্ডারে যেখানে রেগুলেটর লাগানো আছে সেখানে D-19 বা অনুরূপ কিছু লেখা থাকে। 

এটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ। এখানে D-19 এর অর্থ হল গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ ডিসেম্বর ২০১৯। এমনও থাকতে পারে C-26 -এর অর্থ ২০২৬ পর্যন্ত সেই সিলিন্ডার ব্যবহার যোগ্য।

এর পরে, গ্যাস সিলিন্ডার ব্যবহার বিপজ্জনক হতে পারে। এ ধরনের সিলিন্ডারে গ্যাস লিকেজ ও অন্যান্য সমস্যা থাকতে পারে। যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে। 

এই দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মতোও হতে পারে।