BY- Aajtak Bangla
3 December, 2023
জল জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।
এখন জলও জীবিকার একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।
মিনারাল ওয়াটারের বোতলের কিছু বড় কোম্পানি রয়েছে।
কিন্তু সব জিনিসে ভেজাল মেশানোর মতো এতেও ভেজাল থাকতে পারে।
আপনার কেনা বোতলের জল বিশুদ্ধ কিনা বুঝুন এই উপায়-
দোকান থেকে জল কেনার সময় অবশ্যই বোতলে আইএসআই চিহ্নটি দেখে নেবেন।
এই চিহ্নের উপর থাকা কোডটি দেখে জল খাওয়ার উপযুক্ত কি না তা জানতে পারবেন।
অনেকে আবার কোডটি কপি করতে পারে তাই গুগল প্লে স্টোর থেকে বিআইএস কেয়ার নামে একটি অ্যাপ ডাউনলোড করে চেক করতে পারেন।
এই অ্যাপটির সাহায্যে সহজেই জল কোথায় প্যাক করা হয়েছে এবং তাতে কী কী খনিজ রয়েছে জানা সম্ভব।