BY- Aajtak Bangla

পাকা আম কেনার সময় চিনবেন কীভাবে? সহজ টোটকা

20 June  2024

আম খেতে আমরা প্রায় সকলেই ভালবাসি। গরম মানেই আমের আদর্শ সময়।

বিশেষজ্ঞদের মতে, আম আমাদের শরীরের জন্য খুবই উপকারী।

পাকা আম অনেকেরই বড় পছন্দের। কিন্তু বাজার থেকে পাকা আম কেনার সময় অনেকেই ঠকে যান।

অনেক সময়ই বাজারের চাহিদা পূরণ করতে আমে কার্বাইডের ব্যবহার করা হয়।

তা হলে জেনে নিন, বাজার থেকে পাকা আম চিনবেন কীভাবে? . .

যদি দেখেন পাকা আমের গায়ে কালো দাগ রয়েছে, তা হলে বুঝবেন কার্বাইডের আম সেটি। . .

কার্বাইডে পাকানো আমের গায়ে কুঁচকানো দাগ থাকে। পাকা আমের খোসা টানটান থাকে।   . .

কার্বাইডে পাকানো আম দেখতে বেশি চকচকে হয়। তাই কেনার সময় দেখে নিন পাকা আমটি চকচক করছে কি না। চকচক করলেই বুঝবেন পাকা আম নয়।