02 December 2023

BY- Aajtak Bangla

গিজার কিনবেন? কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

শীতকাল এসে গিয়েছে, অনেকেই বাড়িতে গিজার কেনার পরিকল্পনা করছেন। গিজার কেনার আগে কিছু বিষয় দেখে নিতে হয়।

আজকাল অনলাইন এবং অফলাইন দুই ভাবেই গিজার কেনা যায়। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার জেনে রাখা প্রয়োজন।

প্রথমেই দেখতে হবে গিজারের জল ধরে রাখার ক্ষমতা কতটা। চার জনের পরিবারে ভাল হয় ২৫ লিটারের মডেল।

২ থেকে ৩ জন সদস্যের পরিবারের ক্ষেত্রে ৬ লিটার। আর ৪ থেকে ৮ জনের পরিবারের ক্ষেত্রে ৩৫ লিটারের গিজার কেনা উচিত।

কোথায় গিজার লাগাবেন সেটা আগে থেকে ঠিক করে রাখুন, সেই অনুযায়ী ডিজাইন বাছাই করতে সুবিধা হবে।

৩০০০ ওয়াটের গিজারও বাজারে পাওয়া যায়। তবে ওয়াটেজ যত বাড়বে, ততই বাড়বে জল গরম করার খরচও।

কেনার সময় অটো-কাটঅফ ও সেফটি ভালভ ফিচার আছে কি না তা দেখেই কিনুন। তা না হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। 

গিজারে সাধারণভাবে প্রচুর বিদ্যুৎ খরচ হয়। তাই কমপক্ষে ফোর স্টার গিজার কেনা উচিত।

গিজার বেশিদিন ব্যবহার করতে চাইলে, ট্যাঙ্কের বাইরের অংশ ফাইবার ও ভিতরের আবরণ তামার কিনা দেখে নিন।