16 may 2024

BY- Aajtak Bangla

৫ মিনিটে ১ কেজি পেঁয়াজ কাটুন, কাঁটা চামচ আর পিলারের ট্রিকসটা জানুন

আপনি কি পেঁয়াজ কাটতে সাধারণ ছুরি ব্যবহার করেন নাকি বঁটি ব্যবহার করেন?

তাহলে এই প্রতিবেদনটা অবশ্যই পড়বেন। এটি পড়ার পর আপনার মনে হবে পেঁয়াজ কাটা কত সহজ।

সহজে পেঁয়াজ কাটার জন্য আপনার ছুরি বা বঁটির প্রয়োজন নেই।

লাগবে একটা কাঁটা চামচ ও আনাজের খোসা ছাডানোর পিলার।

প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন কাঁচা চামচ দিয়ে খুচিয়ে।

এবার খোসা ছাড়ানোর পেঁয়জা হাতে করে চেপে ধরে পেঁয়াজ কাটতে হবে।

যেভাবে সবজির খোসা ছাড়ান ঠিক সেভাবেই পেঁয়াজের উপর দিয়ে পিলার নিয়ে যেতে হবে।

পিলারের ব্লেডের ধারে পেঁয়াজ কুচি কুচিু মতো করে কেটে যাবে।