6 JULY 2025

BY- Aajtak Bangla

১০ বছর পুরনো ফ্রিজও চকচক করবে, রইল টিপস

ফ্রিজের ভিতরের ট্রে, বাস্কেট, ব়্যাক বেকিং সোডা আর জল দিয়ে পরিষ্কার করুন। মিশিয়ে নিন লেবুর রসও।

ফ্রিজের দরজার পাশের রবারটি পুরনো হয়ে গেল অবিলম্বে পাল্টে ফেলুন। না হলে ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে যায়।

ফ্রিজের পিছনের কুলিং কয়েলে ধুলো জমে থাকলে ঠান্ডা করার প্রক্রিয়া ধীরে হয়ে যায়। ভ্যাকুম ক্লিনার বা ব্রাশ দিয়ে পরিষ্কার করুন।

ফ্রিজের কম্প্রেশারের আশপাশ বেশি গরম না হয়, তা খেয়াল রাখুন।

৩ থেকে ৪ মাস অন্তর কম্প্রেশার পরিষ্কার করা উচিত। এতে কুলিং ঠিক থাকে।

গরমকালে ফ্রিজের তাপমাত্রা ৩৫ থেকে ৩৮ ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে রাখা উচিত৷

তবে পরিষ্কার করার ১ ঘণ্টা আগে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিন। তার পরে প্লাগ খুলে রাখুন।

ফ্রিজে অনেক সময়ে পুরনো সব্জি বা খাবার পরে থাকে। সেগুলি থেকে দুর্গন্ধও ছড়ায়।

ফ্রিজের ভিতরের খাবারের দাগ উঠতে না চাইলে দাঁতের মাজন ব্যবহার করতে পারেন।