29 April 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
বাথরুমে বেসিন থাকে। যা খুব নোংরা হয়। হাতে ঘষে ঘষে তা পরিষ্কার করা যায় না।
তবে কয়েকটা খুব সাধারণ টিপস মানলে বেসিন পরিষ্কার করা যায়। মাত্র কয়েক মিনিটে সব দাগ উঠে গিয়ে নতুনের মতো ঝকঝকে হয়ে যায়।
সেজন্য প্রয়োজন তেঁতুল গোলা জল ও ডিটারজেন্ট পাওডার। সেই জলের মধ্যে শুকনো সুতির কাপড় ডুবিয়ে তা দিয়ে বেসিন হবে। তাহলেই নিমেষে পরিষ্কার হবে কল।
বাড়িতে যদি পুরোনো মোমবাতি থাকে বা নতুন হলেও চলবে তাহলে সেই মোমবাতি বেসিনের লাগিয়ে রেখে দিন।
মিনিট পাঁচেক পরে একটি কাপড় দিয়ে সেই মোমবাতির উপর থেকে বেসিন পরিষ্কার করুন।
অনেক পুরোনো দাগের জন্য একটি পুরানো টুথব্রাশ ব্যবহার করে কলের দাগ পরিষ্কার করতে পারবেন। সেই ব্রাশ দিয়ে কলের চারপাশ পরিষ্কার করুন।
হালকা ডিশ ওয়াশিং সাবানের মধ্যে কয়েক ফোঁটা গরম জল মেশান। তারপর নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে তা পরিষ্কার করুন।
ঠান্ডা জল ও বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। তা কলে লাগাতে হবে। এরপর ব্রাশ দিয়ে ঘষতে হবে। তাহলেও বেসিন পরিষ্কার হয়ে যাবে।