24 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

বাথরুমের ড্রেনের জালে জড়িয়ে চুল? এই ২ সাদা জিনিসেই হবে সাফ

ঘর পরিষ্কার নিয়ম করে করা হলেও, বাথরুম পরিষ্কার করতে অনেকেই এড়িয়ে যান। ফলে নালার জালে জমে যায় চুল। বাথরুমে জল যাওয়া আটকে যায়। 

সপ্তাহ দুয়েক পরিষ্কার না করলে ড্রেন আটকে যায়, চুল জমে যায়।

চাইলে কিছু সহজ ঘরোয়া প্রতিকারের সাহায্যে কয়েক মিনিটের মধ্যে বাথরুমের ড্রেন খুলে পরিষ্কার করে ফেলতে পারেন।

আসলে, স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য, বাথরুম পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। বাথরুমের ড্রেন পরিষ্কার করতে অনেকেরই গা ঘিনঘিন করে। তবে এই ৫ উপায় জানলে যে কেউ পরিষ্কার করতে পারবে।

ড্রেনে জমে থাকা ময়লা পরিষ্কার করতে গরম জলের সাহায্য নিতে পারেন। ড্রেনের ভিতরে ফুটন্ত গরম জল ঢালুন। এতে ড্রেনে আটকে থাকা ময়লা সহজেই দূর হবে এবং ড্রেন পরিষ্কার হবে।

বাথরুমের ড্রেন পরিষ্কার করতে প্লাঞ্জারও ব্যবহার করতে পারেন। এই অবস্থায়, প্লাঞ্জারটি ড্রেনে রাখুন এবং প্লাঞ্জারটি জলে ডুবে যাওয়ার পরে, বল প্রয়োগ করে ড্রেন পরিষ্কার করুন। এতে ড্রেন সহজেই পরিষ্কার হয়ে যাবে। হাত লাগাতে হবে না।

এছাড়া, যদি বাড়িতে সোডা আর নুন থাকে, দুটি একত্রে মিলিয়ে ড্রেনের মুখে ঢেলে দিলে পুরো সাফ হয়ে যাবে।

বেকিং সোডা এবং ভিনেগার ব্যবহার করতে পারেন। ড্রেনের ব্লকেজ খুলে যাবে এবং ড্রেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে।

হাতে গ্লাভস পরতে পারেন। এতে ড্রেনের মুখ খুলে সব বর্জ্য হাত দিয়ে বের করে নিন। এর সাহায্যে ড্রেনে আটকে থাকা চুলও সহজেই উঠে যাব, ড্রেন পরিষ্কার হবে। 

তাই কার্পণ্য না করে এগুলি করুন, বাথরুম পরিষ্কার করতে কালঘাম ছুটবে না।