BY- Aajtak Bangla
3rd August, 2024
নিত্যদিনের কাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল বিছানার চাদর কাচা।
বিছানার চাদর পরিষ্কার না হলে বসতে বা শুতে মোটেও মন চায় না।
কিন্তু বিছানার চাদর হাতে কাচা খুবই কঠিন বিষয়। অনেকেই ওয়াশিং মেশিনে তাই কেচে নেন।
কিন্তু যাঁদের বাড়িতে মেশিন নেই তাঁদের হাতেই কাচতে হয়। তবে এই টিপস যদি মানেন তাহলে হাতে কাচার ঝামেলা ছাড়াই হবে চাদর পরিষ্কার।
জেনে নিন তাহলে সেই উপায়টি কী।
প্রথমে জল হালকা গরম করে নিতে হবে। এরপর বড় বালতিতে জল ঢেলে নিন।
এতে এক এক করে দিন কাপড় কাচার সোডা, ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট পাউডার (যতগুলো চাদর নেবেন সেই অনুযায়ী পরিমাণ)।
এই তিন উপকরণ ভাল করে মিশিয়ে নিন। যেন গোটা গোটা না থাকে। এরপর চাদরগুলো ভিজিয়ে দেব।
প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা ভেজানো থাকবে এই চাদরগুলো। এরপরই দেখবেন পুরো জলটা নোংরা হয়ে গিয়েছে।
প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা ভেজানো থাকবে এই চাদরগুলো। এরপরই দেখবেন পুরো জলটা নোংরা হয়ে গিয়েছে।
চাদরের নোংরা জলেই দেখা যাবে। আর হাত দিয়ে কচলাতে হবে না। এবার রোদে শুকিয়ে দিলেই হল।