06 JANUARY 2026

BY- Aajtak Bangla

ময়লা কম্বল পরিষ্কার হবে এই এক পাউডারে, ড্রাই ক্লিনিং লাগবে না; ট্রিকস

শীতে একই কম্বল ব্যবহার করে ময়লা হয়েছে, ভাবছেন ড্রাই ক্লিনে দেবেন? দরকার নেই। বাড়িতেই এভাবে করুন ক্লিন।

তবে গোটা শীতে ব্যবহার করা লেপ, কম্বল কীভাবে তুলে রাখতে হয় তা অনেকেরই জানা নেই।

অনেকে খরচা করে ড্রাই ক্লিনিং করান। এসবেল দরকার নেই। বরং এই কাজ করুন। রইল টিপস।

লেপ, কম্বল তুলে রাখার আগে রোদে দেওয়া জরুরি।

তার আগে করে এটি না ধুইয়ে পরিষ্কার করে নিন। এর জন্য লাগবে বেকিং পাউডার, ট্যালকম পাউডার ও ২-৩টে ন্যাপথলিন গুঁড়ো।

এবার একটা চা ছাঁকনি দিয়ে এটি কম্বলে ছড়িয়ে দিন।

এবার একটি মোটা ব্রাশ দিয়ে টানলেই কম্বল জল ধোওয়ার মত পরিষ্কার লাগবে।

বাড়িতে সহজে এই ড্রাই ক্লিনিং পদ্ধতি জানলে আর পয়সা খরচের প্রয়োজন হবে না। পোকামাকড় থেকে রক্ষা করতে কম্বলে ন্যাপথলিন বল রেখে তুলে দিন।

প্রতি মাসে এটি খুলে রোদে দেবেন এতে ড্যাম পড়বে না। দুর্গন্ধ হবে না।