BY- Aajtak Bangla
31 January 2025
মহিলারা ব্রা পরে থাকেন। ব্রা নিয়মিত পরিষ্কার করা উচিত।
ব্রা ঘরে এভাবে পরিষ্কার করলেই নতুনের মতো ঝকঝকে দেখাবে।
গামলা বা বালতিতে ঈষদুষ্ণ জলে কাপড় কাচার তরল সাবান মেশান। তাতে ব্যবহার করা ব্রা কিছুক্ষণ চুবিয়ে রাখতে হবে। এভাবে রাখলে ব্রায়ের নোংরা দাগ দূর হবে।
ব্রা-তে কোনও দাগছোপ থাকলে জলে ভেজানোর আগে ওই অংশটিতে সাবান মাখিয়ে নিন। তারপরে ঘষলে দাগ উঠবে।
সাবানের মিশ্রণে ব্রা ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে হাল্কা ঘষে নিলেও দাগ উঠবে। .
ব্রা ধোওয়ার সময় জলে যতক্ষণ না ফেনা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ধুতে হবে। . .
ব্রা পরিষ্কার করার সময় জোরে রগড়াবেন না। এতে কাপড়ের মান খারাপ হয়।
পরিষ্কার করার পর জল বার করার জন্য ভেজা ব্রা নিংড়াবেন না।
সরাসরি রোদে ব্রা শুকোতে দেবেন না।