19 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

সিলিং ফ্যান পরিষ্কার করতে মাথার ঘাম পায়ে পড়বে না , শুধু ৩ ট্রিক শিখে রাখুন

শীতের পর সকলের বাড়ির পাখাতেই পুরু ধুলো-ময়লা জমেছে। অল্প অল্প গরম পড়া শুরু হয়েছে। এই সময়ে ফ্যানের দিকে চোখ গেলেই গায়ে জ্বর আসছে এই ভেবে কীভাবে পরিষ্কার করবেন সিলিং ফ্যান। বড়ই ঝক্কির কাজ।

তাই ধুলো-ময়লা পরিষ্কার করে নিন, সহজ ট্রিকে। কোনও খাটনি হবে না।

সিলিং ফ্যান পরিষ্কার করা কোনও চ্যালেঞ্জের চেয়ে কম নয়। ময়লা জমে থাকা ফ্যানগুলো শুধু নষ্টই হয় না, ঘরের সৌন্দর্যও নষ্ট করে। কিছু টিপস জেনে নিন, একফোঁটাও ধুলো থাকবে না।

খুব উঁচুতে ফ্যান থাকলে প্রথমে টেবিলে উঠে পাখা নামিয়ে নিন। ফ্যানের ব্লেডগুলি খুলে আলাদাভাবে পরিষ্কার করুন। এগুলি পরিষ্কার করতে, উষ্ণ সাবান জলে লুফা দিয়ে ঘষুন।

তা যদি না করতে পারেন, সবচেয়ে সহজ বাজার থেকে ফ্যান ক্লিনার স্টিক কিনে আনুন। বিভিন্ন দামের ফ্যান ক্লিনার পাবেন।

প্রথমে একটি পাত্র নিন তারপর তাতে আধা কাপ তেল ও নুন দিন। তারপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন।

এরপর বালতিতে জল এবং এই মিশ্রণটি যোগ করুন এবং ক্লিনার স্টিকটি ভিজিয়ে রাখুন।

প্রথমে, ক্লিনার স্টিক দিয়ে ফ্যানের ব্লেডগুলি পরিষ্কার করুন এবং তারপরে পরিষ্কার জল দিয়ে মুছুন। ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হবে। ক্লিনার স্টিকটিতে কাপড় লাগিয়েও পরিষ্কার করতে পারেন।

পাখা পরিষ্কার করার সময় চাদরের সাহায্যে বিছানা বা আসবাবপত্র ঢেকে দিন। এতে ধুলো চাদরে পড়বে না। যে ধুলো পড়বে সেই চাদর বাইরে গিয়ে ঝেড়ে কেচে নিতে পারবেন। 

এছাড়া, ভ্যাকুয়াম ক্লিনার থাকলে তা দিয়েও পরিষ্কার করতে পারেন। বাড়িতে বয়স্ক থাকলে এটি সবচাইতে কার্যকরী।