BY- Aajtak Bangla
17th April, 2024
বৈশাখের গরমে প্রাণ ওষ্ঠাগত। আর এই গরমে ঠান্ডা হাওয়া ছাড়া বাঁচা মুশকিল।
সবার পক্ষে এসি কেনা সম্ভব নয়। তাই প্রচণ্ড গরমে সিলিং ফ্যানই ভরসা।
কিন্তু এই ফ্যানে ময়লা জমে গেলে হাওয়া ঠিক মতো পাওয়া যায় না। টানা ব্যবহারের ফলে ফ্যানের পাখায় পুরু হয়ে ময়লা জমে যায়। এতেও ফ্যান বন্ধ হতে পারে।
তবে সহজ এই উপায়ে সিলিং ফ্যান পরিষ্কার করা বাঁ-হাতের খেলা।
বাড়িতে বালিশের বাতিল কভার থাকলে ফ্যান পরিষ্কারের কাজটি অনেক সহজ হয়ে যাবে। বালিশের কভারের ভিতরে পাখা ঢুকিয়ে নিন।
তারপর ঢাকনার মুখ চেপে ধরে হালকা করে নিজের দিকে টেনে নিয়ে আসুন। দু’বার এমন করলেই পাখাগুলো পরিষ্কার হয়ে যাবে।
পাখার ওপর পুরু ময়লা জমলে প্রথমে জলে ডিটারজেন্ট গুলিয়ে তার সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিন।
সুতির কাপড়ে এই মিশ্রণে ভিজিয়ে পাখা মুছে নিন। ফ্যান ঝকঝকে হবে।
অনেকেই শুকনো কাপড় দিয়ে ফ্যানের পাখা পরিষ্কার করেন। এতে ময়লা পরিষ্কার নাও হতে পারে। সেক্ষেত্রে কাপড় সাবান জল দিয়ে ভিজিয়ে নিয়ে ফ্যান মুছুন। দেখবেন সহজেই পরিষ্কার হবে।