02 OCTOBER 2024

BY- Aajtak Bangla

পুজোয় ফ্যানের ধুলো পরিষ্কারের আগে ৩ টেকনিক শিখে নিন, খাটতে হবে না

পুজোর আগে সকলের বাড়ি ঝাড়া ঝাড়ি হয়। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ার কারণে সকলের বাড়ির সিলিং ফ্যানে ধুলো ময়লা হয়ে যায়। পুজোর আগে যা পরিষ্কার করা হয়।

তাই ধুলো-ময়লা পরিষ্কার করে নিন, সহজ ট্রিকে। কোনও খাটনি হবে না।

সিলিং ফ্যান পরিষ্কার করা চ্যালেঞ্জের চেয়ে কম নয়। ময়লা জমে থাকা ফ্যানগুলো শুধু নষ্টই হয় না, ঘরের সৌন্দর্যও নষ্ট করে। কিছু টিপস জেনে নিন, একফোঁটাও ধুলো থাকবে না।

উঁচু জায়গায় ফ্যান থাকলে প্রথমে টেবিলে উঠে পাখা নামিয়ে নিন। ফ্যানের ব্লেডগুলি খুলে আলাদাভাবে পরিষ্কার করুন। এগুলি পরিষ্কার করতে, উষ্ণ সাবান জলে লুফা দিয়ে ঘষুন।

তা যদি না করতে পারেন, বাজার থেকে ফ্যান ক্লিনার স্টিক কিনে আনুন। বিভিন্ন দামের ফ্যান ক্লিনার পাবেন।

প্রথমে একটি পাত্র নিন তারপর তাতে আধা কাপ তেল ও নুন দিন। তারপর মিশ্রণটি ভালো করে মিশিয়ে আলাদা করে রাখুন।

এখন বালতিতে জল এবং এই মিশ্রণটি যোগ করুন এবং ক্লিনার স্টিকটি ভিজিয়ে রাখুন।

প্রথমে, ক্লিনার স্টিক দিয়ে ফ্যানের ব্লেডগুলি পরিষ্কার করুন এবং তারপরে পরিষ্কার জল দিয়ে মুছুন। ফ্যান সম্পূর্ণ পরিষ্কার হবে। ক্লিনার স্টিকটিতে একটি কাপড় লাগিয়েও পরিষ্কার করতে পারেন।

পাখা পরিষ্কার করার সময় চাদরের সাহায্যে বিছানা বা আসবাবপত্র ঢেকে দিন। এতে কাজ বাড়বে না এবং ফ্যানের ধুলো চাদরে পড়বে না। যে ধুলো পড়বে সেই চাদর বাইরে গিয়ে ঝেড়ে কেচে নিতে পারবেন। 

এছাড়া, ভ্যাকুয়াম ক্লিনার থাকলে তা দিয়েও পরিষ্কার করতে পারেন।