27 November, 2023

BY- Aajtak Bangla

ঘাড় ও গলার কালো ছোপ? এই টোটকায় দূর হবে নিমেষে 

পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও গলায় ও ঘাড়ে অনেকের ছোপ পড়ে। 

ঘাম জমে জমে গলায় কালচে ছোপ দাগ পড়ে যায়। 

ঘাড় ও গলার কালো দাগ দূর করতে ব্যবহার করুন বেসন। 

১  চামচ বেসনের সঙ্গে ১  চামচ লেবুর রস মিশিয়ে তা গলা ও ঘাড়ে মাখুন। 

কয়েক মিনিট রেখে তা হালকা গরম জলে ধুয়ে ফেলুন। 

মধু ও লেবুর মিশ্রণ মেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। 

হলুদ ও দুধের সাহায্যেও ঘাড়-গলা পরিষ্কার করা যায়। 

কফি ও মধু মিশিয়ে তা গলা ও ঘাড়ে লাগাতে পারেন। 

এছাড়াও দুধ ও হলুদ মাখলেও কাজ কালচে দাগ দূর হয়।