BY- Aajtak Bangla

এমা! কমোডে কী বিচ্ছিরি হলুদ ছাপ, কিচেনের দুই মশলায় এক রাতে সাফ হবে

12th September, 2024

বাড়ির মধ্যে সবচেয়ে সম্মানজনক জায়গা হল বাথরুম। যেটা সবচেয়ে পরিষ্কার থাকা অত্যন্ত দরকার।

কারণ, অপরিষ্কার বাথরুম পরিবারের প্রায় প্রতিটি সদস্যেরই স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর হয়ে উঠতে পারে।

বিশেষ করে বাথরুমে থাকা কমোড। সেখানে যদি হলুদ দাগ-ছোপ থাকে তা অতিথিদের সামনে লজ্জার বিষয়।

আমরা অনেকেই হয়ত জানি যে, এই হলুদ ছাপ আসলে এক ধরনের শ্যাওলা ৷ এখান থেকেই বাড়তে থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার গ্রোথ৷ ক্রমে তা চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি করে।

নিয়মিত টয়লেট পরিষ্কার না করলে বাড়িতে মশার উপদ্রব বাড়ে। তাই জেনে নিন কমোড পরিষ্কার করার ঘরোয়া টোটকা।

যে কোনও গৃহস্থ বাড়িতেই লবঙ্গ ও রসুন থাকে। আর এটা দিয়েই দারুণভাবে বাথরুম পরিষ্কার করা যায়।

রসুনের গন্ধে ছোটখাটো পোকামাকড়, আরশোলা তো বটেই, দূর হয় বহু ক্ষতিকর ব্যাকটেরিয়াও৷ আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে রসুন দিয়ে বাথরুম এবং টয়লেট পরিষ্কার করে ফেলা যায়।

রসুনে থাকা অ্যালিসিন নামক জৈব রাসায়নিক যৌগ রসুনের এই তীব্র গন্ধের জন্য দায়ী। বাথরুমে থাকা ব্যাকটেরিয়া এবং ছত্রাক মেরে ফেলার জন্য তাই রসুনের একটা কোয়াই যথেষ্ট।

রসুন ছাড়াও, রান্নাঘরে আরও দু’টি জিনিসও বাথরুম পরিষ্কার করার জন্য খুব কাজের৷ তার মধ্যে একটি হল বেকিং সোডা আর অপরটি ভিনিগার।

কমোড পরিষ্কার রাখার জন্য কমোডের ভিতরে রসুনের একটি কোয়া ফেলে দিন। তবে ফ্লাশ করবেন না এবং ওই ভাবেই রেখে দিন অন্তত একটা রাত। 

রসুনের সঙ্গেই ফেলে রাখতে পারেন কয়েকটা লবঙ্গ। এছাড়াও একটি পাত্রে অল্প করে জল গরম করুন। তারপর তাতে দিয়ে দিন কয়েক কোয়া রসুন।