20 May, 2024

BY- Aajtak Bangla

ঘষামাজার ঝক্কি নেই, তেল চিটচিটে গ্যাস বার্নার এই ট্রিকসেই হবে ঝকঝকে

রান্নার সময় ডাল, চা, শাকসবজি, দুধ ও তেল গ্যাসের ওভেনে পড়ে।

আগুনের কারণে সবকিছু দ্রুত শুকিয়ে যায়। ওভেন কালো, নোংরা ও তেল চিটচিটে হয়।

এই শুকনো জেদি তেল চিটচিটে দাগ দূর করা খুবই কঠিন। ঘরেই তৈরি করুন লিক্যুইড। 

ওভেন পরিষ্কার করতে তৈরি করুন ক্লিনার লিকুইড। এজন্য একটি পাত্রে ৩-৪ টেবিল চামচ বেকিং সোডা নিন।

এবার এতে প্রায় আধ কাপ ভিনেগার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। বুদবুদ উঠতে দেখবেন।

চামচ দিয়ে ওভেন ও বার্নারের চারপাশে ভালো করে ছড়িয়ে দিন। ২০ মিনিট রেখে দিন। 

মিশ্রণটি কিছুটা শুকিয়ে যাবে। এবার স্ক্রাবার বা নরম স্পঞ্জের সাহায্যে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন।

সমস্ত ময়লাই পরিষ্কার হবে। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে মুছুন। গ্যাস পরিষ্কার ঝকঝকে হয়ে উঠবে। 

এছাড়া ওভেনে থাকা ব্যাকটেরিয়া ও পোকামাকড় মারার টেকনিকও আছে।

ওভনে নুন ছিটিয়ে দিন। একটি লেবু টুকরো করে মাখিয়ে দিন। স্পঞ্জ ও ডিশ সাবানের সাহায্যে পরিষ্কার করুন। এতেও ঝকঝকে হবে ওভেন।