15 August, 2024

BY- Aajtak Bangla

v

তুলোর বাড ভয়ঙ্কর! কানে এই জিনিস দিলেই হড়হড় করে ময়লা বেরোবে

কান পরিষ্কার করতে অনেকে নানা জিনিসের ব্যবহার করেন। তা আদতে ক্ষতিকর। 

কানের আকৃতি এমন যে নিজে থেকেই ময়লা পরিষ্কার করে। কানে আঙুল বা যা হোক কিছু দেবেন না।

কান পরিষ্কার করতে অনেকে তুলোর বাড ব্যবহার করেন। এটা নিরাপদ নয়। মারাত্মক ঝুঁকিপূর্ণ। 

তুলোর বাডে ধুলো থাকতে পারে। বাতাসের সংস্পর্শে জন্মায় ছত্রাক। সংক্রমণ হয় কানে।

তা হলে কী উপায়ে কান পরিষ্কার করবেন? রইল ৩ ঘরোয়া নিরাপদ উপায়।

প্রথমে কাত হয়ে শুয়ে পড়ুন। এবার পরিষ্কার সুতির কাপড় গরম জলে ভিজিয়ে আলতো করে কানের উপর রাখুন। 

তাপ কানের ভিতরে জমাট বেঁধে থাকা ময়লা নরম করতে সাহায্য করে। ময়লা নিজে থেকেই বেরিয়ে আসে।

কানের ভিতর তিন ফোঁটা অলিভ অয়েল ঢেলে দিয়ে কিছু ক্ষণ কাত হয়ে শুয়ে থাকুন। পর পর তিন দিন করলে ময়লা বেরিয়ে যাবে।

হালকা গরম জলের সঙ্গে একটু নুন মিশিয়ে তুলোর সাহায্যে কানে দিন। মাথা কাত করে কয়েক মিনিট রাখুন। ময়লা নরম হবে।

ডাক্তারের পরামর্শে ড্রপ কিনেও কানের ময়লা সাফ করতে পারেন।