BY- Aajtak Bangla

নোংরা উঠে চশমার কাচ হবে ঝকঝকে, পরিষ্কার করতে হবে এভাবে 

24 March  2025

চশমার কাচ পরিষ্কার করতে বেগ পেতে হয়। দিনের পর দিন পরিষ্কার না করার ফলে কাচে দাগ পড়ে যায়। সেই দাগ উঠতে চায় না। উঠলেও আগের মতো ঝকঝকে হয় না।

অনেকে তো চশমার কাচ পরিষ্কার সেভাবে করতে পারেন না বলে কাচই বদলে ফেলেন। তবে বেশ কতগুলো উপায়ে চমশার কাচ পরিষ্কার করা যায়। তাতে নতুনের মতো হয়ে যাবে। 

চশমার কাচ সবথেকে ভালো পরিষ্কার করা যায় জল দিয়ে। একটা কিনারা উঁচু থালায় জল ভরে সেখানে চশমা রেখে দিন সারারাত। সকালে দেখবেন চশমার কাচ ঝকঝক করছে। 

অল্প মাজন দিয়েও কাচ পরিষ্কার করা যায়। সেজন্য সামান্য মাজন নিয়ে তা কাচের উপর দিন ও পরিষ্কার করে নিন।

বেকিং সোডা কাচ পরিষ্কারের এক মোক্ষম অস্ত্র। বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে চশমার কাচে লাগান। 

এরপর তা তুলো কিম্বা সুতির কাপড় দিয়ে ধীরে ধীরে মুছুন। এতে কাচ খুব ভালো সাফ হবে। 

চশমার কাচে লেগে থাকা পুরোনো দাগ সহজেই পরিষ্কার করে দেয় গ্লিসারিন। শীতে আমরা যে গ্লিসারিন ব্যবহার করি তা চশমার কাচে লাগান। 

গ্লিসারিন চশমার কাচের জমে থাকা ময়লা দূর করতে ভীষণ ভাবে পারদর্শী।