1 January 2025

BY- Aajtak Bangla

তস্য ময়লা মেঝেও হবে ঝকঝকে, শুধু জলে ফেলুন এই জিনিস

ঘরের মেঝেতে জেদি ময়লা দাগ কোনও কিছুতেই উঠতে চায় না। সে যতই ফ্লোর ক্লিনার দিয়ে ঘষুন না কেন।

বাড়ির মেঝে ১০-১২ বছর পেরোলেই ফ্লোরে কালো দাগ পড়তে থাকে। ঘরের কোণায় কোণায় ময়লা জমে যায়।

তবে অনেকসময়ই দেখা যায়, ক্লিনার জল দিয়ে পরিষ্কার করলেও সেই জেদি দাগ যায় না৷ অনেকে ডেটল, লাইজল ব্যবহার করলেও কিছু লাভ হয় না।

সে ক্ষেত্রে অনেকেই ভিনিগার দিয়ে পরিষ্কার করেন৷ কিন্তু সাবধান, যদি মার্বেলের মেঝে হয়, তবে ভিনিগার দিয়ে একদমই পরিষ্কার করবেন না৷

অনেকে ডিটারজেন্ট ব্যবহার করে, সোডা ব্যবহার করে। সোডা, ভিনিগার এসব কোনওদিনই ব্যবহার করবেন না। এতে মেঝে নষ্ট হয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড হবে।

তাই টুথপেস্ট ব্যবহার করুন ৷ শুধু সাদা টুথপেস্টই ব্যবহার করবেন। জলে এটি মিশিয়ে ভাল করে মিশিয়ে নিন৷

এই জল দিয়ে পুরো ঘর মুছে নিন৷ কালো কালো ময়লা এক মোছাতেই উঠবে। এতে শুধু মেঝেই উজ্জ্বল হবে না, ঘরের গন্ধও দূর হবে।