12th March, 2025

BY- Aajtak Bangla

নোংরা-বিশ্রি গন্ধওয়ালা গামছা ১ মিনিটে হবে পরিষ্কার, কীভাবে কাচবেন?

অনেকেই এখনও তোয়ালে ব্যবহার না করে গামছা ব্যবহার করে থাকেন।

গামছা দিয়ে ভেজা শরীর মুছে অনেকেই শান্তি পান।

আবার অনেকে গরমকালে গামছা ভিজিয়ে শরীর মুছলে ঠান্ডা হয় শরীর।

তবে দীর্ঘদিন এই গামছা ব্যবহারের ফলে তা নোংরা হয় এবং বাজে গন্ধ বের হয়।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

গামছা শুধু ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচলে নোংরা যায় না।

রইল গামছা পরিষ্কার করার সহজ টিপস।

প্রথমে একটা পাত্রে জল গরম বসান। এতে দিন গায়ে মাখার বেঁচে যাওয়া সাবান।

বেশ কয়েকটা সাবান জলে দিয়ে এর মধ্যে এক এক করে দিন নুন, বেকিং পাউডার, ভিনিগার ও ডিটারজেন্ট পাউডার।

এবার এই জলের মিশ্রণে গামছা দিয়ে দিন। এই মিশ্রণে গামছাটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন।

এতেই সব ময়লা দূর হয়ে যাবে। এবার পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিন।