BY- Aajtak Bangla
19 APRIL, 2025
ইদানীং অধিকাংশ মানুষই গ্যাসে রান্না করেন। দীর্ঘদিন ধরে গ্যাস বার্নার ব্যবহার করলে নোংরা হয়ে যায়।
মোছামুছি করলেও গ্যাস বার্নারে নোংরা দূর হয় না।
বিশেষ করে, গ্যাস বার্নারে তেল চিটচিটে দাগ পড়ে যায়। আর এই তেল চিটচিটে দাগ কিছুতেই মোছা যায় না।
তবে এই পদ্ধতিতে গ্যাস বার্নার পরিষ্কার করলে সহজেই উঠবে তেল চিটচিটে দাগ। জানুন পদ্ধতি...
একটি পাত্রে জল নিয়ে তাতে বেকিং সোডা, ভিনিগার দিন।
এবার ওই মিশ্রণে গ্যাস বার্নারটি প্রায় ১ ঘণ্টা চুবিয়ে রাখতে হবে।
এরপরে ব্রাশ দিয়ে গ্যাস বার্নারটি ভাল করে ঘষুন।
এভাবে পরিষ্কার করলে সহজেই গ্যাস বার্নার থেকে তেল চিটচিটে দাগ উঠবে।
এছাড়া লেবু নিয়ে ঘষলেও গ্যাস বার্নার থেকে তেল চিটচিটে দাগ তুলতে পারবেন সহজে।