BY- Aajtak Bangla

গ্যাস বার্নারেই মুখ দেখা যাবে, এই মশলা দিলেই উঠবে তেল চিটচিটে দাগ

19 APRIL, 2025

ইদানীং অধিকাংশ মানুষই গ্যাসে রান্না করেন। দীর্ঘদিন ধরে গ্যাস বার্নার ব্যবহার করলে নোংরা হয়ে যায়।

গ্যাস

মোছামুছি করলেও গ্যাস বার্নারে নোংরা দূর হয় না।

গ্যাস বার্নারে নোংরা

বিশেষ করে, গ্যাস বার্নারে তেল চিটচিটে দাগ পড়ে যায়। আর এই তেল চিটচিটে দাগ কিছুতেই মোছা যায় না।

তেল চিটচিটে

তবে এই পদ্ধতিতে গ্যাস বার্নার পরিষ্কার করলে সহজেই উঠবে তেল চিটচিটে দাগ। জানুন পদ্ধতি...

সাফাইয়ের পদ্ধতি

একটি পাত্রে জল নিয়ে তাতে বেকিং সোডা, ভিনিগার দিন।

বেকিং সোডা

এবার ওই মিশ্রণে গ্যাস বার্নারটি প্রায় ১ ঘণ্টা চুবিয়ে রাখতে হবে।

মিশ্রণ

এরপরে ব্রাশ দিয়ে গ্যাস বার্নারটি ভাল করে ঘষুন।

ব্রাশ

এভাবে পরিষ্কার করলে সহজেই গ্যাস বার্নার থেকে তেল চিটচিটে দাগ উঠবে।

উঠবে দাগ

এছাড়া লেবু নিয়ে ঘষলেও গ্যাস বার্নার থেকে তেল চিটচিটে দাগ তুলতে পারবেন সহজে।

লেবু