9 June, 2024
BY- Aajtak Bangla
কাঁচের টিফিনকারি, কাঁচের পাত্র সুন্দর দেখায়। আর এতে খাওয়া স্বাস্থ্যকরও।
কাঁচের বাসনপত্র দেখতে সুন্দর, স্বাস্থ্যকর হলেও সহজেই ময়লা জমে। আর সেটা বোঝাও যায়।
কাঁচের বাসন পরিষ্কার করা বেশ কষ্টকর। বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে।
কীভাবে কাঁচের পাত্রে দাগ পরিষ্কার করবেন সহজে। জেনে নিন এই টিপসগুলি
ভিনেগার- কাঁচের পাত্র পরিষ্কার করার জন্য ভিনেগার ব্যবহার করুন।
কুসুম জলে ৪-৫ চামচ সাদা ভিনেগার মেশান। সেই জলে ধুয়ে ফেলুন বাসন। চকচকে ঝকঝকে হয়ে যাবে।
লেবু- কাঁচের পাত্রের ঔজ্জ্বল্য বাড়ায় লেবু। এতে থাকা অ্যাসিড নোংরা তুলে দিতে সক্ষম।
দুই-তিনটি লেবুর রস ছেঁকে ইষদুষ্ণ গরম জলে দিন। সেই জল দিয়ে পরিষ্কার করুন কাঁচের বাসন।
বেকিং সোডা- বেকিং সোডাও কাঁচের বাসন পরিষ্কারে কামাল করে।
হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে দিন। কাঁচের পাত্র পরিষ্কার করুন। একদম ঝকঝকে হবে বাসন।