BY- Aajtak Bangla

রান্নাঘরের হলদেটে, তেল চিটচিটে কল পরিষ্কার হবে ৫ মিনিটে, রইল সহজ হ্যাকস

19th November, 2024

রান্না করতে করতে রান্নাঘরের কল ব্যবহার সকলেই করে থাকেন।

কখনও হলুদ হাত দিয়ে ধরছেন আবার কখনও বা বাসন মাজতে মাজতে কল ধরা হচ্ছে।

আর এইসবের রোজের কাণ্ডে স্বাভাবিকভাবেই নোংরা হয়ে যাচ্ছে রান্নাঘরের কল। আর সেটা মাঝে মাঝেই পরিষ্কার করতে ভুলে যাই আমরা।

ফলে কল হলদেটে, চিটচিটে হয়ে যায়। এছাড়াও রান্নাঘরে থাকার দরুন তেলচিটেও অনেক বেশি পড়ে।

কল নোংরা হলে দেখতে খুবই বাজে লাগে। স্টিলের কল হোক বা প্লাস্টিকের কল সবেতেই এই সমস্যয়া হয়।

তাই নোংরা কল পরিষ্কার করার সহজ ট্রিকস জেনে রাখুন।

কল থেকে দাগ দূর করতে খুব ভাল কাজ করে লেবুর রস। লেবুর রস ট্যাপে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই তা পরিষ্কার হয়ে যায়।

ভিনিগার গরম জলে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটা কাপড় ১ ঘন্টা ফেলে রাখুন। এবার সেই কাপড় দিয়ে ঘষে ঘষে কল পরিষ্কার করে নিন।

লিক্যুইড ডিশ ওয়াশের সঙ্গে সামান্য জল মিশিয়ে নিন। এবার স্কচবাইট ডুবিয়ে তা ভাল করে পরিষ্কার করে নিন। সবচেয়ে ভাল যদি ইষদুষ্ণ জলে এই সাবান মিশিয়ে নিতে পারেন।

বেকিং সোডা জলে গুলে নিতে হবে। এবার তা দিয়ে ঘষে ঘষে কল পরিষ্কার করে রাখুন। এই পেস্ট বেশি পাতলা করবেন না, একটু ঘন হবে। এবার তা দিয়ে কল ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে।