17th March, 2025

BY- Aajtak Bangla

জুতোয় লেগে দোলের হরেক রং, এই হ্যাকস জেনে পরিষ্কার করুন

দোলের রং জুতোয় চুটিয়ে দোল-হোলি খেলার পর চুল ও ত্বক থেকে রং গেলেও জুতোর কথা মনেই নেই।

জুতোয় লাগা রং যায় না যদিও, চট করে জুতোয় লাগা রং সহজে যেতে চায় না। বেশ ঝক্কি পোহাতে হয়।

এই উপায়ে রং যাবে যদি আপনার জুতোতে রং লেগে থাকে তাহলে এই উপায়ে সেই রং চট করে চলে যাবে।

টিপস ১ জুতো জলে দেওয়ার আগে তাতে লাগা ধূলো-মাটি ও পাউডার রং কাপড় দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন।

টিপস ২ এরপর একটি ব্রাশ নিন আর তাতে বেকিং সোডা দিন আর রং ওঠানোর জন্য হালকা হাতে ঘষে নিন।

টিপস ৩ এরপর হালকা গরম জলে কাপড় কাচার সাবানের এক ছোট টুকরো ফেলে জুতো পরিষ্কার করুন।

টিপস ৪ জুতো থেকে দোলের রং তোলার জন্য ১/৪ কাপ বেকিং সোডা ও ১/২ কাপ ভিনিগার মিশিয়ে নিন।

টিপস ৫ এই মিশ্রণে ৩০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর পরিষ্কার করুন।