BY- Aajtak Bangla
28 May 2025
চা খেতে আজকাল অনেকেই টি ব্যাগ ব্যবহার করেন।
চা খাওয়ার পর আমরা সাধারণত টি ব্যাগ ফেলে দিই।
তবে টি ব্যাগ নানা কাজে লাগে। টি ব্যাগ দিয়ে এভাবে ঘর পরিষ্কার করলে দারুণ উপকার পাবেন। জেনে নিন বিশদে...
চা খাওয়ার পর টি ব্যাগ ছিঁড়ে চায়ের গুঁড়ো পাপোশ ও কার্পেটের উপর ফেলুন।
১৫ মিনিট পর ঝাঁটা দিয়ে ঝেড়ে দিন, দেখবেন পচা গন্ধ চলে যাবে। . .
টি ব্যাগ শুকনো করে তা ড্রয়ার-আলমারির কোণায় রেখে দিন, তাতে দুর্গন্ধ দূর হবে। পোকার উপদ্রব কমবে। য়।
ব্যবহার করা টি ব্যাগকে জলে ডুবিয়ে রেখে ঘরে রেখে দিন। ভ্যাপসা গন্ধ দূর হবে।
বাথরুমে টি ব্যাগ জলে ডুবিয়ে রেখে দিন, পচা গন্ধ চলে যাবে।