21 September, 2023

BY- Aajtak Bangla

v

এই ৩ ঘরোয়া টোটকায়  ৫ মিনিটেই চকচকে  জং ধরা ইস্ত্রি 

জামাকাপড় কাচার পর সব বাড়িতেই ইস্ত্রি করা হয়।

ইস্ত্রিতে দাগ থাকলে দামি পোশাক নষ্ট হতে পারে। তাই ইস্ত্রি পরিষ্কার রাখা দরকার।  

মাত্র ৫ মিনিটে ইস্ত্রিকে করে তুলুন নতুন। রইল ৩ টিপস। 

শুরুতেই খেয়াল রাখবেন ইস্ত্রি যেন ঠান্ডা থাকে। প্লাগ যেন সুইচ বোর্ডে না থাকে। প্লেট সম্পূর্ণ শুকনো থাকা উচিত। 

ইস্ত্রির জং সাফ করতে লেবুর রস লাগান। এতে দাগ দূর হয়।

ইস্ত্রির কালো দাগ কাটায় বেকিং সোডার পেস্ট। ৫ মিনিটের জন্য রেখে দিন।

বেকিং পাওডার লাগিয়ে নরম স্পঞ্জ দিয়ে ঘষুন। তারপর একটি ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করুন। 

টুথপেস্ট লাগান ইস্ত্রির আয়রন প্লেটে। একটা ব্রাশ নিয়ে ঘষে দিন। চকচকে দেখাবে ইস্ত্রি। 

ইস্ত্রি পরিষ্কার করে জলে ভেজানো কাপড় নিয়ে মুছে দিন। তার পর শুকনো কাপড় দিয়ে মুছুন।

প্লেট শুকনো হওয়ার পরই প্লাগে দিয়ে ইস্ত্রি করুন।