BY- Aajtak Bangla
15 APRIL, 2025
চশমা আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু চশমা ময়লাও হয়।
চশমার কাঁচে নোংরা জমলে, তা পরিষ্কার করা জরুরি। তবে খুব সাবধানে করতে হয়।
না হলে পরিষ্কার করতে গিয়ে, কাঁচ ভেঙে যেতে পারে।
কীভাবে পরিষ্কার করবেন চশমার ময়লা কাঁচ, রইল সহজ উপায়।
এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হল, টুথপেস্ট দিয়ে ঘষে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে কাঁচ।
বেকিং সোডার সঙ্গে জল মিশিয়ে তা দিয়ে ধুয়ে নিলেও হবে।
বেকিং সোডার সঙ্গে ভিনিগারও ব্যবহার করতে পারেন। অবশ্যই কোনও কাপড় ছাড়াই করবেন পরিষ্কার।
দরকারে মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করতে পারেন, এতে কাঁচ ভাল থাকবে।