17 SEP, 2024

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

টানা বৃষ্টিতে বাড়ির উঠোনে শ্যাওলা জমেছে? জানুন পরিষ্কার করার সহজ উপায় 

বর্ষাকালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরি। এই সময় বাইরের দেওয়ালে ও মেঝেতে সবুজ শ্যাওলা জমতে শুরু করে।

এগুলি পরিষ্কার না করা হলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

আপনার বাড়িতেও যদি শ্যাওলা জমে থাকে। তবে আপনি খুব সহজেই এগুলো পরিষ্কার করতে পারেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক।

এক বালতি গরম জলে ২ কাপ অ্যামোনিয়া তরল মিশিয়ে শ্যাওলার ওপর ঢেলে দিন। আপনি এর সঙ্গে ডিটারজেন্টও যোগ করতে পারেন।

১০ মিনিট পর ব্রাশের সাহায্যে ঘষুন। দেখবেন হু হু করে শ্যাওলা উঠে যাবে।

২ কাপ সাদা ভিনিগার নিন এবং এতে ১ কাপ বেকিং সোডা মেশান। জলে মিশিয়ে এই মিশ্রণটি মেঝেতে স্প্রে করুন। ভিনিগারের অম্লতা শ্যাওলাকে আলগা করে দেবে এবং বেকিং সোডা নোংরা পরিষ্কার করতে কাজ করবে।

 ৫ মিনিট পর ব্রাশ দিয়ে জায়গাটি ঘষে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

হাইড্রোজেন পারক্সাইড শ্যাওলার ওপরে স্প্রে করুন এবং ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন।