15 April, 2024

BY- Aajtak Bangla

প্রেশার কুকারে হলদে-পোড়া দাগ, যতই ঘষুন ওঠে না? ৩ টোটকা করে দেখুন তো

রান্নার সময় প্রেশার কুকার ব্যবহার করা সাধারণ ব্যাপার।

অনেক সময় কুকারে জেদি দাগ দেখা যায়, যা সহজে দূর করা  যায় না।

কিছু টিপসের সাহায্যে কুকারের দাগ দূর করা যায়।

কুকার পরিষ্কার করতে পেঁয়াজের খোসা ব্যবহার করা যেতে পারে।

পেঁয়াজের খোসা কুকারে কিছুক্ষণ সেদ্ধ করলে দাগ উঠে যাবে।

বেকিং সোডায় উপস্থিত ব্লিচিং জেদি দাগ দূর করে।

কিছুক্ষণ বেকিং সোডা কুকারে রেখে তারপর পরিষ্কার করুন।

কুকারে অর্ধেক জলে লেবুর রস ফুটিয়ে তারপর ঠান্ডা হলে ধুয়ে ফেলুন।

এই পদ্ধতিতে পুরানো নোংরা প্রেশার কুকারটি নতুনের মতো চকচক করবে।