BY- Aajtak Bangla

পুজোর পর ধূপদানির অবস্থা শোচনীয়, ঘরের ৩ জিনিসেই ঝকঝক করবে

4th November, 2024

পুজো-আচ্চার মরশুম সবে শেষ হয়েছে। আর ধূপদানি এই সময়ে পরিষ্কার করার সময়ও পাননি।

তাই ধূপদানি হয়ে গেছে একেবারে কালো কুচকুচে। যা দেখে আপনি ভাবছেন এবার এটা পরিষ্কার করবেন কী করে।

ঘরে থাকা ২-৩টে জিনিসেই নোংরা ধূপদানি হবে একেবারে নতুনের মতো। তাহলে দেখে নিন কীভাবে করবেন পরিষ্কার।

যা যা লাগবে নুন, বেকিং সোডা, ভিনিগার, লিক্যুইড ডিশ ওয়াশ, গরম জল, তারজালি।

প্রথমে ধূপদানির মধ্যে নুন, গরম জল, বেকিং সোডা ও ভিনিগার দিয়ে দিন। এভাবে একঘণ্টা রেখে দিন।

এরপর একটা থালার ওপর ধূপদানিটা রাখুন। লিক্যুইড ডিশ ওয়াশ দিন।

এরপর তারজালি দিয়ে ভাল করে ঘষে নিন। ঘষে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

দেখবেন একেবারে নতুনের মতো চকচক করছে আপনার ধূপদানি।