BY- Aajtak Bangla

রান্নাঘরের এই মশলা লাগবে শুধু, তাতেই রুপোর গয়না দেখাবে হিরের মতো

25 September 2024

সোনা নয়, অনেকেই রুপোর গয়না পরতে পছন্দ করেন। রুপোর গয়নার নিজস্ব সৌন্দর্য রয়েছে। 

তাছাড়া সোনা দামী হওয়ায় অনেকেই তা পরতে চান না সবসময়। সেক্ষেত্রে রুপোর গয়না অনেক বেশি ভাল।

রুপোর গয়না পরলেই হয় না, তার যত্ন নিতে হয়। ঠিকমতো পরিষ্কার করলে রুপোর গয়না চকচক করবে।

তা হলে জেনে নিন, রুপোর গয়না কীভাবে পরিষ্কার করলে উজ্জ্বল হবে...

নুন এবং লেবুর রস মিশিয়ে রুপোর গয়নায় ঘষলে দারুণ পরিষ্কার হবে। একেবারে চকচক করবে।

তাছাড়া জলে ডিটারজেন্ট দিন। তাতে রুপোর গয়না ভিজিয়ে রাখতে হবে। তারপরে ব্রাশ দিয়ে ঘষলেই ঝকঝকে হবে।

বেকিং সোডা এবং জল দিয়ে পেস্ট বানিয়ে রুপোর গয়নায় লাগিয়ে রাখুন। তারপরে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।

শ্যাম্পু দিয়েও রুপোর গয়না সাফ করা যায়। এতেও রুপোর ঔজ্জ্বল্য বাড়বে।