BY- Aajtak Bangla
17 July 2024
চা খেতে আমরা অনেকেই ভালবাসি। সকাল বা বিকেলে চা না হলে ঠিক জমে না।
ঘরে আমরা মোটামুটি সকলেই চা বানাই। ছাঁকনি দিয়ে চা ছেঁকে নিই।
দীর্ঘদিন ব্যবহারের ফলে চায়ের ছাঁকনিতে কালো ছোপ পড়ে যায়। কিছুতেই দাগ ওঠে না।
ঘরে এই পদ্ধতিতে চায়ের ছাঁকনি পরিষ্কার করলে কালো ছোপ সহজেই উঠে যাবে। জেনে নিন... ।
একটি পাত্রে গরম জল নিয়ে তাতে ছাঁকনি ৭ মিনিট ভিজিয়ে রাখুন। . .
তারপরে ছাঁকনিটি তুলে স্পঞ্জে করে ডিসওয়াশিং লিকুইড নিয়ে ধীরে ধীরে ঘষতে হবে। জল দিয়ে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। . .
চায়ের ছাঁকনির কালো দাগ তুলতে বেকিং সোডাও কার্যকরী। . .
গরম জলে বেকিং সোডা মিশিয়ে টুথব্রাশ দিয়ে ঘষতে হবে চায়ের ছাঁকনি।
এভাবেও সহজেই চায়ের ছাঁকনি পরিষ্কার করতে পারবেন।