BY- Aajtak Bangla

কমোড এত ঝকঝকে হবে যে আয়নার মতো মুখ দেখা যাবে! ২ জিনিসেই সাফ হবে    

11 APRIL 2025

বাড়ির অন্যান্য স্থানের মতো বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। 

বিশেষ করে কমোড হল জীবাণুর আতুঁড়ঘর। জীবাণুনাশক বিভিন্ন উপকরণ দিয়ে অনেকেই কমোড পরিষ্কার করেন। 

বাথরুম অপরিষ্কার থাকলে, শুধু দেখতে খারাপ লাগে তা না, শরীর খারাপেরও ঝুঁকি থেকে যায়। 

মাত্র ১৫ মিনিটেই মাত্র দুটো জিনিস দিয়েই সাদা ঝকঝকে করে তোলা যায় কমোড। 

জানুন কোন ঘরোয়া উপকরণে সাদা ধবধবে হয়ে উঠবে আপনার বাড়ির কমোড।

কমোডের বিশ্রী দাগছোপ দূর করতে ভরসা হতে পারে ভিনিগার এবং বেকিং সোডা ব্যবহার করে।

প্রথমে ভিনিগার ও বেকিং সোডা মিশিয়ে,  একটি ফাঁকা স্প্রে বোতলে ভরে কমোডের গায়ে স্প্রে করুন। 

কিছুক্ষণ রাখার পর ঘষে নিলেই দাগছোপ উঠে যাবে। 

এছাড়াও এক কাপ সাদা ভিনেগার ও আধ কাপ বেকিং সোডা কমোডে ঢেলে দিন। ১৫ মিনিট অপেক্ষা করলেই পরিষ্কার হবে।