19 NOVEMBER, 2024
BY- Aajtak Bangla
একই বোতল বেশিদিন ব্যবহার করলে তা থেকে ভ্যাপসা গন্ধের সৃষ্টি হয়৷ শুধু তাই নয়, বোতলে শ্যাওলা জমলে তা চরম ক্ষতিকর।
তাই বোতল সবসময় সাফ সুতরা রাখা খুব প্রয়োজন। নাহলে জন্ডিস, পেট খারাপের মতো রোগ হতে পারে।
সবার আগে বোতলে জলের সঙ্গে ভিনিগার দিন। এবার ১০ মিনিট রেখে ধুলেই পরিষ্কার হয়ে যাবে৷
বোতলে গরম জলের সঙ্গে লেবুর রস ও নুন মিশিয়ে দিলেও নিমেষে পরিষ্কার হয়।
তবে প্লাস্টিকের বোতলে খুব বেশি গরম জল দেবেন।
অন্তত ১ ঘণ্টা মতো রেখে দিন৷ তারপর ভাল করে ঘষে ঘষে পরিষ্কার করুন৷
খবরের কাগজ বোতলে ঢুকিয়ে রাখলেও সহজে পরিষ্কার হবে।
এই ঘরোয়া টোটকায় সহজেই জলের বোতল পরিষ্কার হয়ে যাবে।