03 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

জলের ট্যাঙ্কে ফেলুন খালি প্লাস্টিকের বোতল, সেকেন্ডে সাফ হবে শ্যাওলা; ট্রিকস

সেই দূষিত জল স্নানের জন্য ব্যবহার করতে হয়। এর ফলে জলে দুর্গন্ধও হতে পারে। এই শ্যাওলার জলে থাকে ক্ষতিকারক ব‍্যাক্টেরিয়া। রান্নায় ট্যাঙ্কের জল ব্যবহার হলে এটিই পেটে চলে যাবে।

তাই ট‍্যাঙ্কের জল পরিষ্কার রাখা খুব জরুরি। তবে উঁচুতে উঠে ট্যাঙ্কের জল পরিষ্কার করা ঝক্কির কাজ। লোক ডাকিয়ে আনলে আবার অনেক টাকার ধাক্কা। তাই ঝক্কি ছাড়া কীভাবে একটা প্লাস্টিকের বোতল ফেলেই পরিষ্কার করতে পারেন।

৫ লিটার খালি প্লাস্টিকের জলের বোতলে পাতলা পিভিসি পাইপ। জলের একটি হোস পাইপ এবং অ্যাডহেসিভ টেপ নিন।

এবার বোতলটি মাঝখান থেকে কেটে বোতলের মুখের দিকে ঢাকনা লাগানো অংশ থেকে একটু জায়গা রেখে অন্য দিকটা কেটে নিন। এটি দেখে মনে হবে ভ‍্যাকুয়াম ক্লিনার।

বোতলের মুখে যেখানে ঢাকনা লাগানো সেখানে পিভিসি পাইপটি লাগান। বোতলের মুখে পিভিসি পাইপ আটকানোর জন‍্য অ‍্যাডহেসিভ টেপ ব‍্যবহার করুন।

এবার পিভিসি পাইপের অন্য অংশটি জলের হোস পাইপের সঙ্গে জুড়ে দিন। এতেই শ‍্যাওলা দূর হয়ে যাবে।

এবার ট্যাঙ্কে আটকে থাকা শ্যাওলা দূর করতে প্রথমে ভ্যাকুয়ামের মতো অংশ প্রবেশ করান।

এবার অন‍্যদিক দিয়ে জল টেনে বের করে নিন। এটি একটু ঘষলেই ট্যাঙ্কের শ‍্যাওলা বেরিয়ে যাবে। জলের আয়রণের জমা দাগও উঠে যাবে। 

ট্যাঙ্কের শ্যাওলা পরিষ্কার করতে জাম কাঠ ব্যবহার করলেও ধুয়ে মুছে সাফ হবে।