BY- Aajtak Bangla

দুধ উথলে পড়ে গ্যাস বার্নারের দফারফা? মিনিটে পরিষ্কার হবে ENO-তে

3rd January, 2024

ঘর পরিপাটি করে গুছিয়ে রাখতে সবাই চায়। তবে সবচেয়ে বেশি ঝামেলা কিচেন পরিষ্কার করতে।

রান্নাঘর অপরিষ্কার থাকা কোনও গৃহিনীরই পছন্দ নয়। বিশেষ করে রান্নার গ্যাস।

যা পরিষ্কার করতে নাজেহাল হতে হয় প্রত্যেক বাড়ির মহিলাদের। গ্যাসের ওভেন ভালোভাবে পরিষ্কার হলেও মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয় গ্যাস বার্নার নিয়ে।

গ্যাস বার্নার চকচক করে তোলা সত্যিই মুশকিল। তবে কিছু ঘরোয়া উপায়ে এই গ্যাস বার্নার নতুনের মতো হয়ে উঠবে।

গ্যাস বার্নারের ময়লা পরিষ্কার করতে ইনো দারুন। একটি পাত্রে গরম জল করে নিন। গরম জলে সার্ফ এবং ইনো ফেলে দিন।

এবার বার্নার দুটি প্রায় আধ ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন। আধ ঘণ্টা পরে বার্নার দুটি তুলে লেবু ও নুন দিয়ে মাত্র ২ মিনিট ঘষলেই দেখবেন গ্যাস বার্নারের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে চকচক করছে।

গ্যাস বার্নারের ময়লা দূর করতে লেবু খুব ভালো ঘরোয়া উপাদান। একটি পাত্রে গরম জল নিন। তারমধ্যে এক টেবিল চামচ লেবুর রস এবং দুই চামচ বেকিং সোডা ফেলে দিন।

এক ঘণ্টা গ্যাসের বার্নার দুটি চুবিয়ে রেখে দিন। তারপর একটি ব্রাশে একটু ডিটারজেন্ট নিন এবং বার্নার দুটি ঘষে নিলেই গ্যাসের বার্নার পরিষ্কার হয়ে যাবে।

গ্যাস বার্নার পরিষ্কার করতে হাতের কাছে সহজ উপাদান ভিনিগার। পরিষ্কার করার আগে একটি পাত্রে গরম জল করে নিতে হবে।

জলে  ভিনিগার মিশিয়ে নিতে হবে। এবার আগে থেকে গ্যাস বার্নার দুটি এক ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে।

ঘণ্টা খানেক বাদে বার্নার দুটি তুলে তারপরে একটি ব্রাশে সামান্য ডিটারজেন্ট নিয়ে বার্নার দুটি ২ মিনিট মতো ঘষলেই খুব সহজেই গ্যাস বার্নার পরিষ্কার হয়ে যাবে।