27th January, 2025
BY- Aajtak Bangla
খুদে থেকে বৃদ্ধ— চশমা ব্যবহার করেন অনেকেই। ল্যাপটপ থেকে টিভি-মোবাইল এত ব্যবহার হচ্ছে যে চশমা ছাড়া গতি নাই।
রোজ ব্যবহার করলে চশমায় ময়লা জমবে, সেটাই স্বাভাবিক।
পরিষ্কার না রাখলে চশমার কাচ অল্পদিনেই বদলাতে হয়। সেটা সত্যিই ব্যয়সাপেক্ষ।
চশমার কাচ পরিষ্কারের জন্য বাজারে অনেক কিছু পাওয়া গেলেও সেটাও বেশ দামি।
কেউ আবার রুমাল কিংবা সুতির পাতলা কাপড় দিয়ে চশমার কাচ মুছে নেন। কিন্তু এতে কাচ নষ্ট হয়।
তাই জেনে নিন ঘরোয়া ৩ টিপস, যাতে চশমা থাকবে একেবারে নতুনের মতো।
দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি মাজন চশমার কাঁচ পরিষ্কার রাখতেও কার্যকরী। তবে একেবারেই অল্প মাজন ব্যবহার করতে হবে।
কাচে ভাল করে মাজন লাগিয়ে হালকা ঘষে নিলেই চশমার কাচ পরিষ্কার হবে।
বেকিং সোডার সঙ্গে খানিকটা ভিনিগার মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটি চশমার কাচে ভাল করে লাগিয়ে তুলো অথবা সুতির কাপড় দিয়ে ভাল করে ঘষে নিন। চশমা দারুণ পরিষ্কার হয়ে যাবে।
সামান্য গ্লিসারিন কিন্তু চশমার কাচ পরিষ্কারের কাজে লাগাতে পারেন। গ্লিসারিন চশমার কাচের জমে থাকা ময়লা দূর করতে ভীষণ ভাবে পারদর্শী।