17th November, 2024
BY- Aajtak Bangla
এখনকার দিনে কমবেশি সকলেরই চোখে চশমা পড়ে গিয়েছে।
চশমা ছাড়া অনেকেই একেবারে অচল। তবে চশমা মানেই তা পরিষ্কারের ঝক্কি।
রোজ ব্যবহার করলে চশমায় ময়লা জমবে, সেটাই স্বাভাবিক। পরিষ্কার না রাখলে চশমার কাচ অল্পদিনেই বদলাতে হয়।
তবে কয়েকটি ঘরোয়া উপায় আছে চশমার কাচ পরিষ্কার করার।
তাই জেনে রাখুন চশমা পরিষ্কারের সহজ টোটকা।
তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।
দাঁত পরিষ্কার রাখার পাশাপাশি মাজন চশমার কাঁচ পরিষ্কার রাখতেও কার্যকরী। তবে একেবারেই অল্প মাজন ব্যবহার করতে হবে। কাচে ভাল করে মাজন লাগিয়ে হালকা ঘষে নিলেই চশমার কাচ পরিষ্কার হবে।
বেকিং সোডার সঙ্গে খানিকটা ভিনিগার মিশিয়ে নিন। এর পর এই মিশ্রণটি চশমার কাচে ভাল করে লাগিয়ে তুলো অথবা সুতির কাপড় দিয়ে ভাল করে ঘষে নিন। চশমা দারুণ পরিষ্কার হয়ে যাবে।
শীতে ত্বকের যত্ন নিতে গ্লিসারিন ব্যবহার করেন অনেকেই। সামান্য গ্লিসারিন কিন্তু চশমার কাচ পরিষ্কারের কাজে লাগাতে পারেন।
গ্লিসারিন চশমার কাচের জমে থাকা ময়লা দূর করতে ভীষণ ভাবে পারদর্শী।