17 MAY 2025

BY- Aajtak Bangla

অল্প বয়সেই চুল পাকছে? কফিতেই মুশকিল আসান

অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে? সিঁথির মাঝে উঁকি মারছে সাদা চুল? 

যত দামি রং-ই করান না কেন, সপ্তাহ দুয়েক পর আবার চুলের গোড়া থেকে পাকা চুল উঁকি মারতে শুরু করে।

এত ঘন ঘন চুলে রাসায়নিক দেওয়া রং করালে তার প্রভাব ভয়ানক। বারবার চুলে রং করালে আর কিছু হোক না হোক, চুলের ঘনত্ব এবং মান নষ্ট হবে।

রঙের মধ্যে অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে, ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়।

তাই রাসায়নিক মেশানো হেয়ার ডাই নয়, চুল রং করতে ব্যবহার করুন কফি।

কফিতে থাকা ক্যাফিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের গোড়া মজবুত করে। কফি চুলের স্বাভাবিক মেলানিন উৎপাদনেও সাহায্য করে।

কফির সঙ্গে কন্ডিশনার মিশিয়ে নিন। তা চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। 

সপ্তাহে অন্তত এক বার করে কফি লাগান সাদা চুলে। 

কফি যেহেতু প্রাকৃতিক উপাদান, তাই চুলের ক্ষতি হবে না। কফির সঙ্গে কন্ডিশনার থাকায় চুল রুক্ষ হবে না।