1 SEP, 2024

BY- Aajtak Bangla

সরাসরি নরেন্দ্র মোদীর কাছে কিছু অভিযোগ জানাতে চান? রইল পদ্ধতি

কোনও সন্দেহ নেই যে আজও অনেক সরকারি কাজ সম্পন্ন হতে অনেক সময় লাগে। জনগণকে সরকারি অফিসে ঘোরাঘুরি করতে হয়, তারপরও কাজ হবে কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

কিন্তু আপনার সঙ্গে যদি এমনটা হয় বা আপনার মনে কোনও প্রশ্ন, অভিযোগ বা অন্য কোনও পরামর্শ থাকে, তাহলে আপনি আপনার কথা প্রধানমন্ত্রীর কাছে জানাতে পারেন।

প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ বা পরামর্শ জানাতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। দেখা না করেও আপনি আপনার বক্তব্য জানাতে পারবেন। আপনার কথা প্রধানমন্ত্রীর অফিস অর্থাৎ PMO-তে পৌঁছে দিতে পারেন। আসুন জেনে নেই এর পদ্ধতিগুলো কী কী।

আপনিও যদি আপনার বক্তব্য PMO অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসের কাছে জানাতে চান, তাহলে এর জন্য আপনাকে প্রধানমন্ত্রীর অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটি হল-https://www.pmindia.gov.in/en/

এখানে ড্রপ ডাউন মেনুতে গিয়ে 'Write to the Prime Minister' অপশনে ক্লিক করুন

এখন আপনার সামনে একটি CPGRAMS পেজ খুলবে। এই পেজে মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। তার জন্য মোবাইল বা ইমেলে ওটিপি আসবে। এরপর ওটিবি ও সিকিউরিটি কোড দিয়ে আপনি লগইন করতে পারবেন।

এরপর আপনাকে আপনার অভিযোগ লিখতে হবে। তাহলে আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন।

আপনি যদি আপনার অভিযোগের সঙ্গে কোনও নথি সংযুক্ত করতে চান, আপনি তাও করতে পারেন। আপনি শুধু এখানে এই নথি আপলোড করতে হবে। তারপরে আপনার অভিযোগ জমা দেওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন হবে।

আপনি চাইলে অফলাইনেও আপনার কথা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানায় পোস্টের মাধ্যমে আপনার অভিযোগ সম্বলিত চিঠি পাঠাতে হবে।

প্রধানমন্ত্রীর অফিসের ঠিকানা-South Block, Raisina Hill New Delhi-110011