3 APRIL, 2025
BY- Aajtak Bangla
বাচ্চারা কথায় কথায় রাগ করে। জেদ করে বসে। সেই কারণে মা-বাবারা অতিষ্ট হয়ে ওঠেন। কী করবেন ভেবে পান না। কীভাবে সন্তানের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করবেন? আসুন জেনে নিই।
সন্তানকে সময় দিন। তাহলে অনেক সমস্যার সমাধান সহজে হয়ে যাবে। সন্তান মা-বাবার সঙ্গ না পেলে তাদের জেদ বেড়ে যায়। একাকীত্বে ভোগে।
সন্তান ভুল করলেই তাকে বকাঝকা করবেন না। তার সমস্যা প্রথমে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। তাকে বোঝান।
ভুলেও সন্তানের গায়ে হাত তুলবেন না। সন্তান জেদ করলেও অধৈর্য হবেন না। তার প্রতি সংবেদনশীল হোন।
অন্যের সঙ্গে কখনও তুলনা করবেন না। এতে আপনার সন্তান আরও বেশি বিগড়ে যাবে।
কোনও কিছু পাওয়ার জন্য সন্তান জেদ করলে তা সঙ্গে সঙ্গে দেবেন না। সেই জিনিসটা কতটা প্রয়োজনীয় তা আগে বুঝুন। সন্তানকে বোঝান। যা চাইবে তাই হাতে তুলে দিলে সন্তানের অভ্যাস খারাপ হবে।
আপনার সন্তান যখন রেগে যাবে তখন চেষ্টা করুন তার মনোযোগ অন্য দিকে সরানোর। যে কথা বললে সে রেগে যাবে তা বলবেন না। তাহলে হিতে বিপরীত হবে।
সন্তানকে ভালো অভ্যাস শেখান। তার যেন লেখাপড়া, খেলা বা গানবাজনায় আগ্রহ জন্মায় এমন কিছু করুন।
টিভি, ভিডিও গেম, সোশ্যাল মিডিয়া থেকে সন্তানকে দূরে রাখুন। কোনও কিছুর বিনিময়ে কাজ করাতে শেখাবেন না।