19 MARCH 2025

BY- Aajtak Bangla

আস্তে ফ্যান চালালে কমবে বিদ্যুতের বিল? কত নম্বরে রেগুলেটর দেবেন?   

গরমে দিনরাত সিলিং ফ্যান চালাতে হয়। একটা নয়, বাড়ির সদস্য বেশি থাকলে দিনরাত সব ঘরে ফ্যান তোলে।

সিলিং ফ্যান

তীব্র গরম থেকে বাঁচতে সিলিং ফ্যান সবথেকে বেশি আরাম দেয়।

সিলিং ফ্যান

তবে অনেকে ভাবেন ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ সাশ্রয় হয়। আদৌ কি তাই?

বিদ্যুৎ সাশ্রয়

কিছু বিশেষ ধরনের ফ্যান বিদ্যুৎ সাশ্রয় করে। বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে বিদ্যুৎ সাশ্রয় হবে। তবে এটি সাধারণ রেগুলেটরের চেয়ে বেশি ব্যয়বহুল।

রেগুলেটর

কোনও রেগুলেটরের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয় হয় না। সেক্ষেত্রে ফ্যানের স্পিড কম রাখুন বা ফ্যানের স্পিড বাড়ান, এতে পাওয়ার সেভিং প্রভাবিত হয় না।

স্পিড কম

শুধুমাত্র ইলেকট্রনিক রেগুলেটর নিলেই আপনার বিল বাঁচতে পারে।

রেগুলেটরে বিল কমানো