BY- Aajtak Bangla
16 May 2025
গরম মানেই নাজেহাল অবস্থা। তীব্র গরমে সকলেরই প্রায় ঘাম হয়।
প্যাচপ্যাচে ঘাম হলে বিরক্তি লাগে। পাশাপাশি, শারীরিক চেহারা বদলে যায়।
ঘাম হলে আবার শরীর থেকে দুর্গন্ধ বেরোয়। তাই কেউই চান না, যাতে ঘাম হয়।
গরমে এই ট্রিকস মেনে চললে আর ঘামবেন না। জেনে নিন... ।
বিশেষজ্ঞদের মতে, গরমে হাল্কা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে। বিশেষ করে সুতির পোশাক। . .
সুতির পোশাক ঘাম শুষে নেয়। শরীরকে আরামে রাখে। . .
ঘাম যাতে না হয়, তার জন্য ঘামরোধী পারফিউম ব্যবহার করুন। . .
বেবি পাউডার বা ট্যালকম পাউডার ব্যবহার করুন। তা হলে আর ঘাম হবে না।