13 January, 2024
BY- Aajtak Bangla
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে কোনও সম্পর্কই টেকে না।
আর স্ত্রীরা সবসময় চান স্বামীর ভালোবাসা পেতে। কারণ বিয়ের পর মা-বাবাকে ছেড়ে একমাত্র স্বামী হন নিশ্চিন্ত আশ্রয়।
তাই আজ জেনে নিন স্বামীকে সবসময় নিজের বশে রাখার সহজ কৌশলগুলি কী কী।
স্বামীকে যদি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে অযথা খিটখিট করবেন না। ভুল করলেই ঝগড়া করা মেয়ে কখনো স্বামীকে বসে রাখতে পারবে না। তাই সবসময় স্বামীকে তার প্রাপ্য সম্মান দিন।
স্বামী যে কাজ করেন সেটাকে বোঝার চেষ্টা করুন, বিয়ের পরও যে আপনাকে সে বিয়ের আগের মতো সময় দেবে এই ধারনা মুছে ফেলুন। স্বামীর কাজকে বুঝলে তবেই তিনি আপনার সব কথা মানবেন।
স্বামীর কোনও কাজ ভালো লাগলে তা সকলের সামনে প্রশংসা করুন। স্বামীর ভালো গুণগুলো সকলের সামনে তুলে ধরুন। স্বামীকে নিয়ে অন্যের কাছে নিন্দে করবেন না।
স্বামীর ভালো লাগা, মন্দ লাগাকে গুরুত্ব দিন। তিনি যেটা খেতে পছন্দ করেন সেটা বানান, অফিস থেকে ফিরলে দুজনে একসঙ্গে চা খান, সারাদিন কেমন কাটল জিজ্ঞেস করুন। এতে সম্পর্ক ভাল হবে।
সবসময় পুরুষরাই নয়, মেয়েদেরও মাঝে মাঝে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করতে হয়। স্বামীর আপনার প্রতি ভালোবাসা আপনার ভালো লাগে তা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না।
ছুটির দিনে স্বামীকে ভালো করে বলুন আপনার কাজে সাহায্য করতে। একসঙ্গে রান্না ও ঘরের কাজ করুন। বিকেলে একসঙ্গে ডিনারেও যেতে পারেন।
স্বামী হয়ে গেছে মানেই আপনাকে তাঁর সব খবর জানাতে হবে এমনটা নয়। ব্যক্তিগত স্পেশ দিন। দেখবেন স্বামী আপনাকে সব কথা এমনিই বলছেন।