BY- Aajtak Bangla

বউয়ের আঁচলেই বাধা থাকবে, যাবে না এদিক-ওদিক, বরকে বশে রাখবেন যেভাবে

13 May, 2024

স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল না হলে কোনও সংসারই টেকে না। দাম্পত্য জীবন ভাল হলে তবেই জীবনের গাড়ি ঠিক পথে চলে।

সংসার সুখের হবার জন্য স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক হতে হবে। তবে স্বামীর রাশ যাতে স্ত্রীর হাতে থাকে তার জন্য শিখে নিন কিছু সহজ উপায়।

সম্মান দিন সবসময় খিটখিট করবেন না বরের ওপর। অযথা ঝগড়া করলে বরকে বশে রাখতে পারবেন না। তাই স্বামীকে তাঁর প্রাপ্য সম্মান দিন।

উৎসাহ দিন কোনও ভুল কিছু করলে বরের ওপর না চেঁচিয়ে বরং বরকে বোঝান, সান্তনা দিন। ভাল কিছু করার উৎসাহ দিন।

নরম হবেন না সবসময় বরের প্রতি নরম মনোভাব রাখবেন না। সে যা বোঝালো বুঝে গেলেন এমনটা করবেন না। নিজের বুদ্ধি বা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করবেন।

অনুভূতির প্রতি খেয়াল রাখুন আপনার স্বামীর মন পড়ে ফেলুন। বুঝতে চেষ্টা করুন, সে কী চায়? তাঁর ভাল লাগা, খারাপ লাগা আগে ভাগেই বুঝে নিন।

মন জিতুন বরের বরের সব কথার বিপক্ষে কথা বলে খুব বেশি রাগাতে যাবেন না তাঁকে। তাঁর পছন্দের জিনিস মাঝে মধ্যে উপহার দিন। সে অফিস থেকে ফেরার আগে তাঁর পছন্দের খাবার তৈরি করে রাখুন।

পরামর্শ দিন বরকে ভাল-মন্দ সব বিষয়ে পরামর্শ দিন। সব বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করুন। একসঙ্গে কথা-আলোচনা করলে আপনাদের সম্পর্ক ভাল থাকবে।

ঘরের কাজ মাঝে মাঝে স্বামীকে ঘরের টুকিটাকি কাজে লাগিয়ে দিন। ছুটির দিনে বরকে দিয়ে রান্না করান, ফ্রিজ পরিষ্কার  বা ঘর সাজানোর দায়িত্ব স্বামীকে দিন। তবে অবশ্যই স্বামীর পাশে থাকুন।